প্রচ্ছদ » পটুয়াখালী, বাউফল » জীবন রক্ষার্থে সরকার জনগনকে ভ্যাকসিন দিচ্ছেন সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ
৮ ফেব্রুয়ারী ২০২১ সোমবার ১:৫৭:৫৬ পূর্বাহ্ন
জীবন রক্ষার্থে সরকার জনগনকে ভ্যাকসিন দিচ্ছেন সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ
কৃষ্ণ কর্মকার,বাউফল প্রতিনিধিঃ
দেশের মানুষের জীবন রক্ষার্থে সরকার কোভিট-১৯ প্রতিষেধক ভ্যাকসিন দিচ্ছেন। এই ভ্যাকসিন নিয়ে কেউ রাজনীতি করবেন না। কেহ গুজব ছড়াবেন না। আজ রবিবার বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে করোনা প্রতিষোধক কোভিট-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন কালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এ কথা বলেন। এ সময় আ.স.ম ফিরোজ নিজেই টিকা গ্রহন করে দিনের কর্মসূচি শুরু করেন। এ ছাড়াও ্ধসঢ়;একই দিন টিকা গ্রহন করেছেন বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চুসহ স্থানীয় গণ্যমাণ্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনর সভাপতিত্বে উদ্ধোধনি সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আনিচুর রহমান বালী, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম আক্তার নিশু, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও স্থানীয় সুধিবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, এ টিকা কার্যক্রম চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্যকমপ্লেক্সের ৩টি কেন্দ্রে চলবে টিকার কার্যক্রম। প্রথম অবস্থায় ৪৫০০জনকে টিকা প্রদান করা হবে। প্রথম দিনে ৪৯ জনের শরীরে টিকা প্রদান করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পোশাক বিতানে হামলা-ভাঙচু্রের ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিদ্যাসাগরই নারীদের ঘোমটার আড়াল থেকে বের করে আসেন
বরিশালে পোশাকের শোরুমে লুটপাট, আটক ৫
৭ মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী