AmaderBarisal.com Logo

কাউখালীতে ব্রীজের নির্মান কাজ শুরু করার দাবিতে অবস্থান কর্মসূচী


আমাদেরবরিশাল.কম

১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার ২:০৪:২৮ পূর্বাহ্ন

রবিউল হাসান রবিন,কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা:

পিরোজপুরের কাউখালীর এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের সংলগ্ন কচুয়াকাঠী খালের ওপর বন্ধ থাকা আরসিসি গার্ডার ব্রীজের নির্মান কাজ পুনরায় শুরু করার দাবিতে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যেগে নির্মিত ব্রীজের পদদেশে স্থানীয় জনগন, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে।

শনিবার সকালে উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা মনোয়ার হোসেন মিয়া,র্ সাবেক ছাত্রলীগ নেতা পলাশ সিকদার, ছাত্রনেতা কামরুল খান, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ব্যবসায়ী অরবিন্দ সিকদার, সাবেক ইউপি সদস্য মোঃ মাহামুদ খালেক সাবুর, সুবোদ বেপারী, ঔষধ বিক্রেতা দিপেন রায় প্রমুখ।

বক্তারা জরুরী ভিত্তিতে পুনরায় ব্রীজের নির্মাণ কাজ শুরু না হলে আগামীতে কঠোর কর্মসূচী দিবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন। উন্নয়নের দাবিতে ঐক্যবদ্ধ থাকার জন্য শপথ বাক্য পাঠ করান উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু।
উল্লেখ্য.স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ২০২০ সালের জুলাই মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান ঐশি এন্টারপ্রাইজ ২ কোটি ২১ লাখ ১ হাজার ৮৪৩ টাকা ব্যয়ে ৩০ মিটার দৈঘ্য সেতুটির নির্মাণ কাজ শুরু করার মধ্যে কয়েকদিনের মাথায় নির্মাণ কাজ ফেলে রাখে। ফলে জন দুর্ভোগ চরমে উঠে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।