মঠবাড়িয়ায় আওয়ামীলীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষে জনসভা
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নে আওয়ামীলীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাইশকুড়া বাজার সংলগ্ন স্কুল মাঠে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন আফজাল।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।
টিকিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ঝনো, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আলম টুকু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোপাল রায়, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হেলাল প্রমুখ। সভা পরিচালনা করেন টিকিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ জসিম মৃধা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পোশাক বিতানে হামলা-ভাঙচু্রের ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিদ্যাসাগরই নারীদের ঘোমটার আড়াল থেকে বের করে আসেন
বরিশালে পোশাকের শোরুমে লুটপাট, আটক ৫
৭ মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী