সাংবাদিকদের সাথে কেদারপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বাবুগঞ্জ উপজেলার ২ নং কেদারপুরের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করার প্রত্যয়ে উপজেলার বিভিন্ন পত্র-পত্রিকায় কর্মরত ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর- মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আকন্দ।
রবিবার বিকাল ৫ টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আকন্দ বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি কেদারপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন আমি দীর্ঘ ১৭ বছর কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এ সময়ের মধ্যে দলীয় সৃঙ্খলা ভঙ্গের কোন কাজ করিনি দলের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহন করিনি। এ ইউনিয়নের অসহায় মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি কথা দিচ্ছি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কেদারপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইন্ধসঢ়;শআল্লাহ। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মোঃ শাহজাহান খান’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আঃ সালাম হাওলাদার, আ’লীগ নেতা হান্নান আকন্দ, কেদারপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ বাদল বিশ্বাস, প্রেসক্লাব সহ- সভাপতি মোঃ শাহাব উদ্দিন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, মোঃ শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল্লাহ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য প্রভাষক সাইফুল রহিম, প্রভাষক একেএম জিয়াউল হক, যুবলীগ নেতা মোঃ ইরান বিশ্বাস প্রমূখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পোশাক বিতানে হামলা-ভাঙচু্রের ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিদ্যাসাগরই নারীদের ঘোমটার আড়াল থেকে বের করে আসেন
বরিশালে পোশাকের শোরুমে লুটপাট, আটক ৫
৭ মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী