পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরশহরের রিকশা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার প্রথম প্রহরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ফুলের তোড়া ভাংচুর করা হয়। সন্ধ্যার পর পৌর শহরে মেয়র সমর্থকরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি রিকশা স্ট্যান্ড অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এমপি ফিরোজ সমর্থিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার বলেন, ঘটনাস্থলে ইব্রাহিম ফারুকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খোশগল্প করছিলেন। এ সময় মেয়র গ্রুপ মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।
মেয়র সমর্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় রিকশা স্ট্যান্ডে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. মঈনুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজন একটু বেশী আহত। কোন পক্ষই অভিযোগ করেনি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পোশাক বিতানে হামলা-ভাঙচু্রের ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিদ্যাসাগরই নারীদের ঘোমটার আড়াল থেকে বের করে আসেন
বরিশালে পোশাকের শোরুমে লুটপাট, আটক ৫
৭ মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী