প্রচ্ছদ » বরিশাল, হিজলা » হিজলায় ২ লাখ ৭০ হাজার জাল টাকা সহ ২জন আটক থানায় মামলা
২৫ ফেব্রুয়ারী ২০২১ বৃহস্পতিবার ৬:০৭:১১ অপরাহ্ন
হিজলায় ২ লাখ ৭০ হাজার জাল টাকা সহ ২জন আটক থানায় মামলা
সাইফুল ইসলাম,হিজলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার হিজলা থানা নৌ পুলিশ হনিাথপুরের গঙ্গাপুর এলাকা থেকে জাল চাকা সহ ২জনকে আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কোটে প্রেরণ করে থানা পুলিশ।
নৌ পুলিশের এসআই সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ঢাকা থেকে আসা লঞ্জএ তল্লাসি চালিয়ে নজরুল রাড়ি এবং মানিক রাড়ি নামের দু ব্যাক্তিকে আটক করতে সক্ষম হন। তাদের কাছ থেকে ১ হাজার টাকা মুল্যমানের ২ লাখ ৭০ হাজার টাকা পাওয়া যায়। যার নম্বর খল-৪৮৬০২৩০। জালনোট নিরুপনের জন্য হিজলা সোনালী ব্যাংকে প্রেরণ করা হলে সেখানেও ব্যাংক কর্তৃপক্ষ টাকাগুলো অবৈধ ঘোষনা করেন বলে জানান নৌ পুলিশের ওসি। আটক নজরুল রাড়ি এবং মানিক রাড়ির বাড়ি মুলাদি উপজেলার উত্তর পাতারচরে। তারা দু’জন শাকিল নামের এক ব্যাক্তির সাথে চরমোনাই মাহফিলে যাচ্ছিলেন। শাকিলের বাড়ি পিরোজপুরে। তাদের দাবি ঐ টাকাগুলো শাকিল নিয়ে আসে। এসআই সহিদুল জানান, মামলা হয়েছে-আমরা বিয়টি খতিয়ে দেখছি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)