পটুয়াখালীর বাউফল উপজেলায় সদর ইউনিয়নের বিলবিলাশ গ্রামে মাসুমা বেগম (২৬) নামের এক গৃহবধু কিটনাশক পানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
আজ শনিবার সকাল সারে নয়টার দিকে গৃহবধু মাসুমাকে অসুস্থ্য অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গৃহবধু মাসুমা ওই গ্রামের জালাল হোসেনের স্ত্রী। তাদের তাদের ছানিয়া (৮) ও নুসরাত (২) নামে দুইটি কন্য সন্তান রয়েছে। সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে বড় মেয়ে ছানিয়ার পড়াশুনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতের্কের সৃষ্টি হয়।
এ নিয়ে শনিবার সকাল বেলা ননদ খাদিজার সাথে ঝগড়া হয়। সকাল নয়টার দিকে মাসুমা অভিমান করে ঘরে রাখা কীটনাশক নিয়ে পাশের বাড়ির পিছনে গিয়ে পান করে ছটফট করতে থাকে। এমন সময় ওই বাড়ির ডলি আক্তার নামের এক গহবধু মাসুমাকে ওই অবস্থায় দেখে চিৎকার দেয়।
পড়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)