পিরোজপুরে ১২ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন দৌড়
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরে প্রায় ১২ হাজার প্রতিযোগীদের অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।
পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জানা গেছে, জেলার সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় ১২ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। এতে প্রায় ২ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী, ৬ হাজার স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। এতে জেলার মঠবাড়িয়া উপজেলায় সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক জানান, ওই উপজেলার প্রায় ৩ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রায় ৪ শত নারী প্রতিযোগী রয়েছেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, উপজেলার ১৫শ প্রতিযোগী অনলাইনে তাদের নিবন্ধন করলেও আরো প্রায় ৪/৫ শত প্রতিযোগী কোনো রেজিস্ট্রেশন ছাড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
জানা গেছে, জেলার সদর উপজেলায় জেলা স্টেডিয়াম থেকে, নাজিরপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ, কাউখালী বাসস্ট্যান্ড, নেছারাবাদে ব্রহ্মণকাঠীর লহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন্দুরকানীতে উপজেলা পরিষদ ও ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের