রাজাপুরে জানালা ভেঙে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ঘরের জানালা ভেঙে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি মো. সোহাগ মোল্লা (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃত সোহাগকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুত্রবার গভীর রাতে ঝালকাঠি সদর উপজেলার চৌফালা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সোহাগ রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের মো. রুহুল আমিন মোল্লার ছেলে। পুলিশ জানায়, গত ৮ ফেব্রæয়ারি গভীর রাতে ১০ম শ্রেনী পড়–য়া এক স্কুল ছাত্রীর ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে একই এলাকার সোহাগ মোল্লা ধর্ষণ চেষ্টা চালায়।
এ ঘটনায় ভূক্তভোগী নিজে বাদী হয়ে সোহাগসহ দুইজনের নাম উল্লেখ করে ১৪ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৪)। রাজাপুর থানার ওসি তদন্ত অনিমেষ মন্ডল জানান, স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি পলাতক সোহাগকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের