১৯৮৪ সালের ২৮ ফেব্রæয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় একটি মিছিলের ওপর পুলিশের ট্রাক উঠিয়ে দেওয়ায় ঘটনাস্থলেই নিহত হন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ইব্রাহীম সেলিম ও দেলোয়ার হোসেন।
এরপর থেকে প্রতিবছর ২৮ ফেব্রæয়ারি পালন হচ্ছে শহীদ সেলিম-দেলোয়ার দিবস। দিবসটি উপলক্ষে আজ রবিবার বেলা দশটায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ.স.ম.ফিরোজের নেতৃত্বে আ.লীগের নেতৃবৃন্দ শহীদ সেলিমের গ্রামের বাড়ি নাজিরপুর ইউনিয়নে যায়। সেখানে নেতৃবৃন্দরা শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।পড়ে শহীদ সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসা, শহীদ সেলিম স্মৃতি পাঠাগার ও শহীদ সেলিমের পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপড় বেলঅ ১১টায় শহীদ সেলিমের মা জাহানারা করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)