‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’স্লোগান নিয়ে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সহ অন্যান্যরা।
পরে পুলিশ লাইনসের ড্রিল সেড মিলনায়তন এ উপলক্ষ্যে এক আলোচনা সভা এবং সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন। অনুষ্ঠানে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কর্তব্যরত অবস্থায় বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় মৃতবরণকারী ৩৭ জন পুলিশ সদস্য পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন অতিথিরা।
বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের