রাজাপুরে পোনা খালের খনন কাজের গলার কাটা সরু কালভার্ট!
রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) থেকেঃ
ঝালকাঠির রাজাপুরের পোনা খালটি খনন কাজ চলছে। খালটির আলগী- আংগারিয়া নামক দুটি গ্রামের সীমানায় লোকজন চলাচলের জন্য সরু (ছোট বক্স কালভার্ট) কালভার্ট নির্মান করা করেছিল স্থানীয় ইউনিয়ন পরিষদ। বর্তমানে খালটি খননের পরে খালের তুলনায় কালভার্টটি খুব ছোট হওয়ায় পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। ফলে খালটি কয়েক মাসের মধ্যেই পলি জমে ভরাট হওয়ার সম্ভাবনা রয়েছে। কালভার্টটি এখন গলার কাটা হয়ে দাড়িয়েছে। খালটির খর¯্রােতা রক্ষার্থে ওই বক্স কালভার্টটি অপসারন করার জন্য এলাকার কৃষকরা দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানান, আংগারিয়া- আলগী-জীবনদাসকাঠি-কৈবর্তখালি চারটি গ্রামের সীমানা দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পোনা নদীটি যুগ যুগ ধরে খনন না করায় পলি জমে ভরাট হয়ে একটি নালায় পরিনত হয়। এই খালটির নাম ছিলো পোনা নদী। দেশ জুড়ে ছিলো এর ঔতিহ্য। একসময় এ নদী দিয়ে জাহাজ, সিপ ও পাল তুলে বড় বড় নৌকা চলতো। এক সময় এই নদীর পাড়ে ভয়ে শিশুরা যাইতো না। কারন নদীতে পড়ে গেলে কুমিড়ে বা হাঙ্গরে নিয়ে যাবে বা ¯্রােতে ভাসিয়ে নিয়ে যাবে। খালটির এক সময় পোনা নদী নাম থাকলেও বর্তমানে কাগজ পত্রে “আলগী পোনা খাল” নাম দেখা যাচ্ছে। কয়েক যুগ খননের অভাবে কালের আবর্তনে নদীতে পলি জমে বর্তমানে একটি নালায় পরিনত হয়েছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য মো: ইলিয়াচ বলেন, ওই খালের উপরের একটি সাঁকো দিয়ে অতি কষ্টে আলগী- আংগারিয়া গ্রামের লোকজন চলাচল করতো। হয়তো খালটি আর খনন করা নাও হতে পারে। এরকম ভেবে গত ২০১৪/১৫ সালে এলজি এসপি’র বরাদ্ধের ১ লাখ টাকা দিয়ে স্থানীয় জনগনের চলাচলের সুবিধার জন্য ওই স্থানে একটি ছোট কালভার্ট নির্মান করা হয়। এলাকাবাসি জানান, ওই কালভার্টটি অপসারন করে একটি ব্রীজ নির্মান করা প্রয়োজন। কালভার্টটি অপসারন না করা হলে খননাধীন খালটির পানি প্রবাহ ওই কালভার্টে বাধা প্রাপ্ত হয়ে খালটি কয়েকমাসের মধ্যেই পলিজমে ভরাট হয়ে যেতে পারে। রাজাপুর উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে, খননাধীন আলগী পোনা খালটির দৈর্ঘ ৩৯০০ মিটার। এই খালটি সহ এলাকায় ৭৫ লাখ টাকা বরাদ্ধে মোট পাঁচটি খাল খনন করা হবে। এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন মজিবর মৃধা বলেন, অতিশীঘ্র কালভার্টটি অপসারন করে ওই স্থানে একটি আয়রন ব্রীজ নির্মান করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকতার হোসেন বলেন, এলজি এসপি’র অর্থায়নের কালভার্ট বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে আলাপকরে কালভার্টটি অপসারন করে খাল সমান একটি ব্রীজ নির্মানের ব্যাবস্থা গ্রহন করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের