প্রচ্ছদ » কলাপাড়া, পটুয়াখালী » কলাপাড়ার পায়রা বন্দরের নির্মানাধীন জেটির পাঁচ শ্রমিক খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার ৯:২৬:২৩ অপরাহ্ন
কলাপাড়ার পায়রা বন্দরের নির্মানাধীন জেটির পাঁচ শ্রমিক খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের নির্মানাধীন প্রথম জেটির পাঁচ নির্মান শ্রমিক খাদ্যে বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের নির্মানাধীন উক্ত জেটির কাজে যোগ দেয়ার আগে একে একে সবাই অসুস্থ্য হয়ে পরলে তাদের দ্রত কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া ৩৭ শ্রমিকের মধ্যে পাঁচ শ্রমিক সকালে বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে যাওয়ায় তাদের বেলা একটার দিকে দ্রত হাসপাতালে ভর্তি করা হয়।
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তদের যাথাযথ চিকিৎসা দেওয়ায় তরা শঙ্কা মুক্ত রয়েছে বলে চিকিৎসক ইকবাল হোসেন ও মাহমুদুর রহমান নিশ্চিত করেন। আক্রান্ত শ্রমিক আব্দুর রহমান, আশিকুর রহমান, রেজাউল করিম, মো. সবুজ এবং ইমন হোসেন বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)