AmaderBarisal.com Logo

লন্ডনে ব্যারিস্টারি পড়তে গেলেন বানারীপাড়ার স্বেতা


আমাদেরবরিশাল.কম

৫ মার্চ ২০২১ শুক্রবার ১২:৫৪:২০ পূর্বাহ্ন

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়ার হাফসা মেহেজাবিন আলম স্বেতা ব্যারিস্টারি (বার এট ল’) পড়তে লন্ডনে গিয়েছেন। সেখানে স্বেতা বিপিপি ইউনিভার্সিটিতে আইনের ওপর সর্বোচ্চ এ ডিগ্রী অর্জণ করতে ভর্তি হয়েছেন।

এর আগে  সে লন্ডনের একই ইউনিভার্সিটি থেকে ইউ-কে ল’ ডিগ্রী অর্জণ করেন।

বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে হাফসা মেহেজাবিন আলম স্বেতা ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে রাত ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন । সে উচ্চতর ডিগ্রী অর্জণ করে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান। এ জন্য সে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

হাফসা মেহেজাবিন আলম স্বেতা বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুল আলম মল্লিক ও সমাজসেবী নাজনিন জাহানের একমাত্র মেয়ে ও বাংলাদেশ নৌবাহিনীর লেঃ কমান্ডার মো. রেদোয়ান-উল ইসলাম সৌরভের বোন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।