প্রচ্ছদ » বরিশাল, বানারীপাড়া » বাবুগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
৫ মার্চ ২০২১ শুক্রবার ২:১২:১৮ পূর্বাহ্ন
বাবুগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
মোহাম্মাদ আলী, বাবুগঞ্জঃ
১৯৭১সালের ঐতিহাসিক ৭ই মার্চ বাঙ্গালীর মুক্তির সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন উৎযাপন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান হাওলাদার,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃশাহে আলম সিকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী,মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন,জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম,রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ ,চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ,দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান প্রমূখ। সভায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ঐতিহাসিক ৭ই মার্চ কে সর্বোচ্চ মর্যাদা দিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। কর্মসূচীসমূহ হলো ০৬ মার্চ সকাল ০৯ঃ৩০ মিনিটে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ০৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন অফিসে/ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ০৯ঃ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধুর ০৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা। বাদ জোহর উপজেলার মসজিদসমূহে বিশেষ দোয়া মোনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। বিকেল ০২ঃ৪৫ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে (নতুন ভবন) ০৭ মার্চের ভাষণ সংশ্লিষ্ট প্রামাণ্যচিত্র প্রদর্শন। বিকেল ০৩ঃ০০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে (নতুন ভবন) ০৭ মার্চ উপলক্ষ্যে বিটিভিতে প্রচারিত বিশেষ অনুষ্ঠান প্রদর্শন। বিকেল ০৪ঃ০০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে (নতুন ভবন) ০৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। প্রস্তুতিমূলক সভায় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ওগনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)