বরিশালে প্রথমবারের মতো ‘বইয়ের বিনিময়ে বই’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে একটি বই দিয়ে একটি বই পড়ার সুযোগ পাবেন পাঠকরা।
শুক্রবার (০৫ মার্চ) বিকেল ৫টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহম্মেদ।
গ্রন্থদ্বীপ সংগঠনের আয়োজনে কর্মসূচিতে প্রথম পর্যায়ে দুই হাজার বই সংগ্রহ করা হয়েছে পাঠকদের জন্য। বইগুলো পড়তে পাঠককে একটি বই দিয়ে একটি বই নিতে হবে।
উদ্যেক্তা মাহফুজ রায়হান বলেন, সাধারণ মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতে আমাদের এই উদ্যোগ। আমরা নিজেদের মধ্যে থেকেই দুই হাজার বই সংগ্রহ করেছি। অনেকের বাসায় অনেক বই রয়েছে, যা তারা পড়ছেন না। সেই বইগুলো এখানে দিয়ে তারা পছন্দের বই নিতে পারবেন এখান থেকেই।
শেখ সুমন নামে আরেক উদ্যোক্তা বলেন, আমাদের ৪০ জনের বেশি পাঠক এই উদ্যোগে সহযোগিতা করেছেন। তাছাড়া শুভাকাঙ্ক্ষীরাও বই দিয়ে সহযোগিতা করেছেন। শনিবারও তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কর্মসূচি চলবে। আশা করছি অনেক বইপ্রেমী মানুষের সমাগম হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের