রাজাপুরে আয়রন ব্রীজের ভীম চুরির অভিযোগে ২ যুবক আটক
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের মানকি সিকদার বাড়ির এলাকার আয়রন ব্রীজের ভীম চুরির অভিযোগে ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হল-কুষ্টিায় জেলার কুমারখালি উপজেলার মির্জাপুর এলাকার মো. খলিলুর রহমান পারমানিকের ছেলে মো. উজ্জল পারমানিক (৪১), শিলাইদাহ এলাকার মো. আমিরুল ইসলাম পারমানিকের ছেলে মো. কামরুল ইসলাম পারমানিক (২২)।
স্থানীয় ইউপি সদস্য মো. কবির হোসেন জানান,সিকদার বাড়ির সামনের আয়রন ব্রীজের ভীম উজ্জল ও কামরুল টমটমে তুলছিল। এমন সময় স্থানীয় জনতা তাদের দুজনকে আটক করে। পরে রাতে তাদের পুলিশে সোপর্দ করেন। বিভিন্ন সময় একটি চক্র বিভিন্ন স্থানের আয়রন ব্রীজের ভীম চুরি করে আসছিলো।
রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে চুরি আইনে মামলার প্রস্তুতি চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের