বরগুনা শহরের টাউনহল সড়ক ব্রিজের উত্তর পাড়ে বরগুনা-বেতাগী মহাসড়কের মনসাতলী এলাকায় অটোরিকশা ও টমটমের সংঘর্ষে অটোরিকশা আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উজ্জ্বল রায় (২৪) ও চয়ন শীল (১৭)। নিহত উজ্জ্বল রায় একজন চা বিক্রেতা এবং চয়ন শীল মুদির দোকানে কর্মচারী ছিলো। উভয়ের বাড়ি সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ভূতমারা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের মনসাতলী রাস্তার পাশে ব্যাটারি চালিত অটোরিকশায় ওই দুই যুবক বসা ছিলেন। এ সময় পেছন দিক থেকে তাদের অটোরিকশাকে একটি টমটম গাড়ি ধাক্কা দেয়। এতে তারা দু’জনেই নিহত হন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। টমটম ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবার থেকে মামলা দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের