AmaderBarisal.com Logo

বাউফলে সাত জনের অর্থদন্ড


আমাদেরবরিশাল.কম

৫ এপ্রিল ২০২১ সোমবার ১০:৫০:০১ অপরাহ্ন

কৃষ্ণ কর্মকার,বাউফল প্রতিনিধি


পটুয়াখালীর বাউফল উপজেলায় মুখে মাস্ক ব্যবহার না করার কারনে ও লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে সাত জনের অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই আদালত চলে। আদালতের ভ্রাম্যমান নির্বাহী মেজিষ্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকর হোসেন।

আদালত সুত্রে জানা যায়, লকডাউনের প্রথম দিনে বাউফল পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে জালাল সিকদার, মো. রুবেল , মো. বশার, মো. জামাল হোসেন ও মো. আনোয়ার হোসেন নামে পাঁচ পথচারী ও শেখর বনিক নামের এক ফল ব্যবসায়ীকে মুখে মাস্ক না পড়ার দায়ে একশত টাকা করে জরিমানা করা হয়। অপর দিকে লকডাউন উপেক্ষা করে বাউফল হাইস্কুল সড়কে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে তরিকুল ইসলামকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট পথচারিদের মধ্যে মাস্ক বিতরন করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।