বরিশালের গৌরনদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বার স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে ওই উপজেলার টরকী চর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার পরিদর্শক মো. তৌহিদুজ্জামান জানান, টরকীচর মহল্লার দুলাল সরকারের ছেলে দীপ্ত সরকার ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নানা মন্তব্য করে। এর প্রতিবাদে স্থানীয়রা সোমবার রাতে ওই যুবকের বাড়ি ঘেরাও করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অভিযুক্তকে আটক করে। পরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মো. তৌহিদুজ্জামান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের