বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ৩৮.৮২ ভাগ।
গত বছরের ৮ মে মেডিকেল কলেজের আরটি সিপিআর ল্যাব চালু হওয়ার পর এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত সোমবার রাত ৯টায় প্রকাশিত রিপোর্টে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৩১.১৮।
এর আগে রবিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৫ জনের নমূনা পরীক্ষায় ৪০জনের রিপোর্ট পজেটিভ হয়। শনাক্তের হার ছিলো ২১.৬২ ভাগ। শনিবার রাতের রিপোর্টে ১৭৪ জনের নমূনা পরীক্ষায় পজেটিভ হয় ৩৬ জনের। শনাক্তের হার ছিলো ২.৬৮ ভাগ। গত শুক্রবার রাতের রিপোর্টে ১৭০ জনের নমূনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ১৭.৬৪ ভাগ।
শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর কবির বলেন, পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। মানুষজন স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করায় সংক্রামনের হার বাড়ছে। সরকার যতই চেষ্টা করুক সাধারণ জনগণ নিজে থেকে উপলব্ধি না করলে সংক্রামন ঠেকানো যাবে না। মানুষ স্বাস্থ্য বিধি মেনে না চললে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই এখনও করোনা সংক্রামন থেকে বাঁচতে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারনের প্রতি অনুরোধ করেন ডা. আকবর কবির।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের