প্রচ্ছদ » ভোলা, ভোলা সদর » ভোলায় করোনায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত আরো ৩০
৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার ৭:৫৩:২৫ অপরাহ্ন
ভোলায় করোনায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত আরো ৩০
অচিন্ত্য মজুমদার, ভোলা।।
ভোলায় করোনায় আক্রান্ত হয়ে মোঃ মফিজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মফিজুল ইসলাম সদর উপজেলার চরনোয়াবাদ চৌমুহনী এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুই জনসহ জেলায় এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২ জনের।
ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ৬ এপ্রিল তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় বুধবার রাতে (৭ এপ্রিল) তার মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘন্টায় ভোলায় ৭১ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৭ জন ভোলা সদর, ২ জন বোরহানউদ্দিন ও ১ জন লালমোহন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ২৮৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৫ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৮২৪ জনের মধ্যে সুস্থ ৬২৩ জন। দৌলতখানে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৫৭ জন।
বোরহানউদ্দিনে আক্রান্ত ১৩২ জনের মধ্যে সুস্থ ১১৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১০৯ জনের মধ্যে সুস্থ ৭৪ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭১ জনের মধ্যে সুস্থ ৬৬ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এদিকে করোনা আক্রান্ত হয়ে বুধবার আরো ৬ জন হাসপাতালের আসোলেশ ইউনিটে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ১৭ জন চিকিৎসাধীন আছে।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ৮৯৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শের-ই বাংলা মেডিকেলের নতুন পরিচালক ডা. সাইফুল ইসলাম
রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা
বরিশালে ডায়রিয়ার প্রকোপ
করোনা: জেলায় নতুন শনাক্তের বেশিরভাগই বরিশাল নগরের
গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও ৫১ জনের করোনা শনাক্ত ও মৃত্যু ৯ জনের