প্রচ্ছদ » বিনোদন » বঞ্চিত শিশুদের সঙ্গে নওশাবার অন্যরকম সন্ধ্যা
১৩ জুন ২০২১ রবিবার ৪:৪৬:০৬ অপরাহ্ন
বঞ্চিত শিশুদের সঙ্গে নওশাবার অন্যরকম সন্ধ্যা
বিশেষ প্রতিনিধিঃ
সিসিমপুর বা পাপেট শো- শিশুদের সঙ্গে সবসময়ই এসব কাজে বেশ উৎসাহী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এবার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যেমন অনেকরকম সন্ধ্যা কাটালেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এ তারকা।
গতকাল (১২ জুন) ঢাকা উদ্যানের সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতের শিক্ষার্থীদের সঙ্গে ফল উৎসবে অংশ নেন নওশাবা।
যারা সবাই ঢাকা উদ্যানের বস্তির ছেলে-মেয়ে। তাদেরকে মৌসুমি ফলের স্বাদ দিতে এই উৎসবের আয়োজন করে স্কুলটির পৃষ্ঠপোষক সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন।
ফল উৎসব ছাড়াও নওশাবা বাচ্চাদের সঙ্গে সাংস্কৃতিক ও খেলাধুলাতেও অংশ নেন।
এই শিল্পী বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের বাচ্চাদের চেয়েও স্বাধীন কিন্তু তাদের জীবন অনিশ্চয়তায় ভরা। এদের প্রতিভা আরও বিকশিত করতে তাদেরকে আমি আমার পাপেট টিমে যুক্ত করব। আর এরা এমনিতেই অনেক প্রতিভাবান। তাদের ছবি নিয়ে নিয়মিতই দৃক গ্যালারিতে প্রদর্শনী হয়। বস্তির হলেও অনেকে দেখলাম আবাহনী মাঠে ক্রিকেট প্যাকটিস করে। তারা যদি সবার সহযোগিতা পায় তাহলে ভবিষ্যতে আরও ভালো করবে।’
এদিকে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান জানান, গরিব এ শিশুরা যেন মৌসুমি খাবার পায় এ জন্যই ফল উৎসবের আয়োজন। তাদের নিয়ে নিয়মিতই ইস্যুভিত্তিক এমন মজার সব উৎসব করে আসছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘কবরের ওপরে চুমু খায়, হাত বোলায়, ফুঁ দেয়’
আট দিনে ৩৭৬ কোটি রুপি আয় করল টাইগার-৩
ধুম সিনেমার পরিচালক মারা গেছেন
প্রেমের গুঞ্জনে মুখ খুললেন বুবলী
প্রেমটা শুধু শয়তানের হাতে: অপু বিশ্বাস
অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু
পদ্মা সেতু নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’