AmaderBarisal.com Logo

ভোলায় সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার দাবীতে জেলা আওয়ামীলীগের মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার ৮:৪৭:০৪ অপরাহ্ন

অচিন্ত্য মজুমদার, ভোলা।।


সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মঠ-মন্দির আশ্রমসহ বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামীলীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। জেলা আওয়ামী লীগের পাশাপাশি এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও এতে অংশ গ্ৰহণ করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, অতীতের মতো এবারও সব ধরনের সহিংসতা শক্ত হাতে প্রতিহত করবে আওয়ামী লীগ । এসময় দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি ইন্ধনদাতাদের খুঁজে বের করার জোরালো দাবি জানান তাঁরা।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাবেক পিপি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ, স্কুল শিক্ষক মো: জকির হোসেন সহ অন্যান্যরা।সম্পাদনা: অচিন্ত্য মজুমদার


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।