প্রচ্ছদ » ভোলা, ভোলা সদর » ভোলায় এসএসসি ৯৯ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২২ শনিবার ১১:৪৪:৪৪ অপরাহ্ন
ভোলায় এসএসসি ৯৯ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
অচিন্ত্য মজুমদার, ভোলা::
“ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি”এই স্লোগানকে সামনে রেখে ভোলায় এসএসসি ৯৯ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ঐতিহ্যবাহী গোরস্থান মাদ্রাসায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ অভিবাবক ও শিশু সদনের ছাত্ররা অংশ নেন ।
এ সময় ৯৯ ব্যাচের জামালউদ্দিন শাহরিয়ার, হাসনাইন আহমেদ সুজন, নিতাই চন্দ্র দাস, আফজাল হোসেন, অচিন্ত্য মজুমদার, মিজানুর রহমান ভেন্ডার, রায়হান মাহমুদ শোভন, কামরুলসহ গোটা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন কর্মস্থলে কর্মরত বন্ধুরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আর এর উদ্যোক্তা ছিলেন ৯৯ ব্যাচের রাশেদুজ্জামান। এতে সকল বন্ধুদের উন্নতি, সমৃদ্ধি ও মঙ্গল এবং প্রয়াত বন্ধুদের অভিভাবকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ফায়জুল হক ।
উল্লেখ্য, ভোলার এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা নিজেদের মধ্যে মিলন মেলা, পিকনিক, ইফতার মাহফিল, কম্বল বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)