প্রচ্ছদ » ভোলা, ভোলা সদর » ভোলায় ১ হাজার ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
১৬ এপ্রিল ২০২২ শনিবার ১১:৫৭:১৭ অপরাহ্ন
ভোলায় ১ হাজার ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
অচিন্ত্য মজুমদার, ভোলা ::
ভোলায় ১ হাজার ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বরিশাল জেলা শহরের কাউনিয়া এলাকার শংকর চন্দ্র হালদারের ছেলে জয় চন্দ্র হালদার (৩২) ও অপরজন নাজির মহল্লার আলী আকবরের ছেলে বরকত আলী রুমন (৩০)।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার সকালে ইলিশা তালতলা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ১ হাজার ৮৫ পিস ইয়াবাসহ জয় ও বরকত নামে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)