বানারীপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে সোমবার বিকেলে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে হারিয়ে বানারীপাড়া পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।
বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন,বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ খেলা উপভোগ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন। খেলায় পৌরসভা একাদশের শাওন সেরা গোলদাতা ও মারুফ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারি তৌহিদুল ইসলাম,অফিস সহকারি মতিউর রহমান,পৌরসভার হিসাব সহকারি আলতাফ হোসেন,কার্য্য সহকারি নয়ন খান,বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জগন্নাথ,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,পৌর ছাত্রলীগৈর সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাংলাদেশের আফগান পরীক্ষা আজ
ঝালকাঠিতে সদর উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল ফাইনাল
ঝালকাঠি সদর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে কেওড়া চ্যাম্পিয়ান