বরগুনায় র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রাণীসম্পদ কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণী সম্পদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক হাসানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান ও ড. বেনজীর আহমেদ।
আরও উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হাওলাদার, ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমূল আহসান নাসিম, সম্পাদক আলিম মোল্লা ও আবুল কাসেম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়। ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত ৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ পান করানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)