প্রচ্ছদ » ঝালকাঠি, ঝালকাঠি সদর » ঝালকাঠিতে নদী রক্ষা ও অসাধু ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত
২০ জুন ২০২২ সোমবার ৩:১৫:০৩ অপরাহ্ন
ঝালকাঠিতে নদী রক্ষা ও অসাধু ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্ব করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ জেলা পর্যয়ের সরকারি ও স্বায়ত্বশ্বাসিত বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনাভিত্তিক আলোচনা হয়েছে।
সভায় ঝালকাঠির শিল্প সাহিত্যের অমর নদী ধানসিঁড়ির মৃতপ্রায় অংশের নদী খনন প্রকল্প ও ঝালকাঠি শহরের মধ্য দিয়ে প্রবাহিত বাসন্ডা নদী দখলের বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়েছে। ধানসিঁড়ি নদীর রাজাপুরের বাঘরি এলাকা থেকে পূর্ব অংশে ৯০০ মিটার নদী খননের প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এলাকার মানুষের দাবি এই নদীর মরে যাওয়া উভয় অংশে সংক্ষিপ্ত আকারে নয় বরং পুরো নদীটিই খনন করতে হবে।
সভায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প অনুযায়ী খননের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হয়েছে এবং রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগামী ১ সপ্তাহের মধ্যে নদীর নকশা অনুযায়ী নদীর সীমানা চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়েছে। যাতে করে পরবর্তীতে বড় আকারের খনন প্রকল্প নিয়ে ধানসিড়িঁ নদীর খনন কাজ চালানো যায়।
এ ছাড়া বাসন্ডা নদী দখলকারিদের পক্ষ থেকে আদালত কতৃক মামলা দায়ের করে উচ্ছেদ অভিযান স্থগিত রাখার নির্দেশনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় এই আদেশ রদ রহিত করে পরবর্তিতে বাসন্ডা নদী রক্ষার কার্যক্রম শুরু করা হবে।
এ ছাড়াও বিভিন্ন বিভাগে এক শ্রেনীর ঠিকাদার সংশ্লিষ্ট বিভাগ থেকে কার্যাদেশ নিয়েও প্রকল্প বাস্তবায়ন ফেলে রেখেছে। এই শ্রেনীর অসাধু ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পদ্মা সেতু হয়ে ঢাকা, বরিশালে বাস ভাড়ায় হেরফের
প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৮২ লাখ ১৯ হাজার টাকা
অভিনন্দন না জানিয়ে বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা স্বীকার করে নিয়েছে: তথ্যমন্ত্রী
দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে তৈরি হও : প্রধানমন্ত্রী