AmaderBarisal.com Logo

শেবাচিমের করোনা ওয়ার্ডে আবারও রোগী ভর্তি


আমাদেরবরিশাল.কম

২০ জুন ২০২২ সোমবার ৩:৪০:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

ফাইল ছবি

দীর্ঘ দুই মাসেরও বেশী সময় পর টানা দুই দিনে দুইজনের করোনা শনাক্ত হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে। এদিকে, গত ১০ এপ্রিলের পর হাসপাতালটির করোনা ওয়ার্ডে একজন রোগী ভর্তি হয়েছে। পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার করোনা পজেটিভ বলে সন্দেহ সংশ্লিস্ট চিকিৎসকদের। 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছিলো চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে। টানা দুই মাসেরও বেশি সময় পর রবিবার (১৯ জুন) ১১ জনের নমুনা পরীক্ষায় একজনের এবং আজ সোমবার ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে, এপ্রিলের প্রথম সপ্তাহের পর মেডিকেলের করোনা ওয়ার্ডে গতকাল রবিবার একজন রোগী ভর্তি হয়েছে। পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে শানু আক্তার নামে ওই রোগীর করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষায় রিপোর্টে তার শ্বাসকষ্টসহ অন্যান্য লক্ষন রয়েছে। ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মাসুম আহমেদ ওই রোগীর করোনা পজেটিভ সন্দেহ করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক কার্যালয়ের তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন। 

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চের পর এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬৭৩ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।