পিরোজপুরের কাউখালীতে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যাকরেছে শুক্রবার দুপুরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে অনন্যা ডাকুয়া (১৬) নামে ওই পরীক্ষার্থী ।
নিহত অনন্যা ডাকুয়া উজিয়ালখান গ্রামের অসিম ডাকুয়ার মেয়ে। সে কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং এবারের এসএসসি পরীক্ষার্থী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অনন্যাকে বাসায় রেখে মা জম্মাষ্টমীর অনুষ্ঠানে ও বাবা দোকানে যায়। দুপুরে তার মা জম্মাষ্টমীর অনুষ্ঠান শেষে ঘরের দরজা বন্ধ দেখে অনন্যা ডাকাডাকি করেন। এতে অনন্যা সাড়া না পেয়ে এ ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান তাঁর মেয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অনন্যাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। তবে কী কারণে অনন্যা আত্মহত্যা করেছে আশপাশের ও পরিবারের লোকজন বলতে পারছেন না।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বনি আমিন বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)