কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কাউখালী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজ পুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার রাতে উপজেলা বিএনপির কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবু তাহের, শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান লিকসন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সোহেল মাহমুদ, উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুন, ছাত্রদল নেতা লিয়াকত তালুকদার, মইন হোসেন, আল মাহমুদ সুমন, শোয়েব সিদ্দিকী সহ আরো অনেকে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)