পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার পাচঁশত টাকা জরিমানা করেছে। মেয়াদ উত্তীর্ন কীট নাশক ও মেয়াদ উত্তীর্ন ওষুধ দোকানে রাখার কারণে এই জরিমানা করা হয়। এ ছাড়া দক্ষিন বাজারে বিভিন্ন দোকানে ক্রয় ভাউচার আছে কিনা, ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রির মিল আছে কিনা তা পর্যাবেক্ষন করে। সোমবার(২৯ আগষ্ট) দুপুরে কাউখালী বাজারে অভিযান চালিয়ে কাউখালী থানা পুলিশের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এসব জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলের কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন বিপ্লব । এ বিষয়ে সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, কাউখালী দক্ষিন বাজার সার ও কীট নাশক বিক্রেতা খান ট্রেডার্সকে মেয়াদ উর্ত্তীন কীটনাশক রাখায় দুই হাজার টাকা এবং সাগর এন্টারপ্রাইজকে একই অপরাধে তিন হাজার টাকা এবং উত্তর বাজার শতাব্দী মেডিকেল হলকে মেয়াদ উর্ত্তীন ওষুধ রাখার কারনে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)