কাঠালিয়ায় মৎস্য অধিদপ্তরের অভিযান বেহুন্দী ও কারেন্ট জাল জব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
দেশীয় প্রজাতির মাছ এবং সামুক রক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাঠালিয়া উপজেলার আমুয়া খালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় আমুয়া খালে অভিযান পরিচালনা করে ৪টি বেহেন্দী ও৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।
এ ব্যাপারে কাঠালিয় উপজেলা মৎস্য অফিসার মোঃ রুহুল আমিন বলেন, ২৯ আগস্ট মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে কাঠালিয়া থানা পুলিশের একটি দলসহ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আমুয়া খালে বিশেষ অভিযান চালিয়ে ৪ টি বেহুন্দী জাল এবং ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে আটককৃত জাল উপজেলা পরিষদ মাঠে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)