Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » উজিরপুর, বরিশাল » ওজনে কারচুপি ও নানা অপরাধে উজিরপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার ৫:১৭:১১ অপরাহ্ন
Print this E-mail this

ওজনে কারচুপি ও নানা অপরাধে উজিরপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা


উজিরপুর(বরিশাল)প্রতিনিধিঃ

সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্য সার বিক্রি ও বস্তায় ওজনে কারচুপি করার অপরাধে বরিশালে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি  মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে এমআরপি না থাকায় ও মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য বিক্রি করায় আরও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি ও শিকারপুর বন্দর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সূমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া, ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে সরকার নিধার্রিত দাম থেকে বেশি দামে সার বিক্রি ও সারের বস্তায় ওজনে কারচুপি করায় মেসার্স আলী এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা, নিধার্রিত দাম থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করায় রিপন এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা ও শাহিন ট্রেডার্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেসার্স আলী এন্টারপ্রাইজের টিএসপির সারের ৫০ কেজির বস্তায় ৪০ কেজিও পাওয়া গেছে, আবার কোনটিতে এর থেকেও কম পাওয়া গেছে।

অপরদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় আজিজ স্টোরকে ২ হাজার টাকা, মূল্য তালিকা এবং পণ্যের মোড়কে এমআরপি না থাকায় সিফাত স্টোরকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় সেলিম ভ্যারাইটিজ স্টোরকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান এ কর্মকর্তা।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ পার্বত্য শান্তিচুক্তির ২৬ তম বর্ষপূর্তি
বিশ্ব ইতিহাসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি একটি বিরল ঘটনা : প্রধানমন্ত্রী
পার্বত্য শান্তি চুক্তি শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত : রাষ্ট্রপতি
বরিশালে আ. লীগ প্রার্থীদের চেয়ে আলোচনার কেন্দ্রে দলের স্বতন্ত্ররা
দেশের সব থানার ওসি বদলির নির্দেশ ইসির
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com