পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়ির পাশের খালের পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) রাতে বাউফল পৌরসভার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- মো. আবদুল্লাহ (৪) ও মো. ফাহিম (৩)। তারা বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল আজিজ সিকদারের ছেলে।
পরিবার জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে বাসার সামনে দুই ভাই খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে পাশের খালে পড়ে ডুবে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পরে, স্থানীয় লোকজন রাত সোয়া ১০টার দিকে খালের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাইদুর রহমান শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)