প্রচ্ছদ » উজিরপুর, বরিশাল » আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যের কোন বিকল্প নেই- তালুকদার মোঃ ইউনুস
৩১ আগস্ট ২০২২ বুধবার ৭:৫২:৩৩ অপরাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যের কোন বিকল্প নেই- তালুকদার মোঃ ইউনুস
নিজস্ব প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ে ঐক্যের কোন বিকল্প নেই। তাই জাতীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় বিজয়ী করার আহবান জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
মঙ্গলবার ( ৩০ আগস্ট) বিকেলে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জয়শ্রীর মুন্ডপাশা এস এ বি এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির আবদুর রহিম হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মুহম্মদ আনিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ফাইয়াজুল হক রাজু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল এবং আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী। শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা ও শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব, কৃষকনেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত,শিশুসন্তান শেখ রাসেল, সুকান্ত বাবুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)