শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুদা হবে নিরুদ্দেশ; এমন স্লোগানে পিরোজপুরের কাউখালীতে সারাদেশের ন্যায় খোলা বাজারে ৩০ টাকা কেজিতে ও,এম,এস কার্যক্রমের চাল বিক্রি শুরু হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু এবং উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখার উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিন ও উত্তর বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি মো,বনি আমিন,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলী আজিম শরীফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম প্রমূখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেহেদী হাসান বলেন, শুক্র ও শনিবার বাদে সপ্তাহে পাঁচ দিন এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে। তিন মাসব্যাপী এ কর্মসূচিতে সাধারণ ক্রেতার পাশাপাশি যারা টিসিবির কার্ডধারী তারাও এ চাল কিনতে পারবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)