বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির র্যালি-সমাবেশ ও আলোচনা সভা
নগর প্রতিনিধিঃ
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্নাঢ্য র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বর্নাঢ্য র্যালি বের হয়।
বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালিটি ফের দলীয় কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। এর আগে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগরীর সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল ও সদস্য সবিচ মীর জাহিদুল কবির সহ অন্যান্যরা।
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়ে গিয়ে জড়ো হয়। বিএনপি কর্মীদের অধিক সমাগমের কারনে সদর রোডে যান চলাচল ব্যাহত হয়। বিএনপির কর্মসূচি উপলক্ষ্যে যে কোন অনাকাংখিত পরিস্থিতি রোধে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকালে বরিশাল জেলা (উত্তর) বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, আ. ছত্তার খান, আসাদুজ্জামান মুক্তা, আব্দুর রব খান, সাহাবুদ্দিন লাল্টু, তরিকুল ইসলাম দিপু এবং শরীফা নাসরিনসহ অন্যান্যরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)