Current Bangladesh Time
Wednesday May ২৯, ২০২৪ ১২:৫৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » আওয়ামী লীগ নেতার বাড়িতে ২ নারীর অনশন
২৮ April ২০২৩ Friday ৪:৫৭:৫০ PM
Print this E-mail this

আওয়ামী লীগ নেতার বাড়িতে ২ নারীর অনশন


পটুয়াখালীর দশমিনায় অ্যাডভোকেট মো. বদরুল হক বাদল নামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অনশনে বসেছেন দুই নারী। ওই দুই নারীর দাবি, তারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বদরুল হক বাদলের স্ত্রী। স্ত্রীর পূর্ণ মর্যাদা, ভরণপোষণ, মারধর, খোঁজ-খবর না নেওয়া এবং স্বামীর নারী কেলেঙ্কারির প্রতিবাদে তাদের এ অনশন।বুধবার আওয়ামী লীগ নেতা বদরুল হক বাদলের গ্রামের বাড়ি উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের জমির মৃধার মেলকার বাড়িতে অনশন শুরু করেন তারা।তবে অভিযোগ অস্বীকার করে ওই আওয়ামী লীগ নেতা বলেন, এগুলো প্রথম স্ত্রীর চক্রান্ত।বৃহস্পতিবার সরেজমিন গিয়ে কথা হলে দুই সন্তানের জননী কুলসুম বেগম বকুল নামে এক নারী জানান, তিনি উপজেলার বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামের হাজি হাতেম আলী মৃধার মেয়ে। তার সঙ্গে আ.লীগ নেতা বদরুল হক বাদলের ১৯৯১ সালের ৩ নভেম্বর বিয়ে হয়। ২০১৭ সাল থেকে তার স্বামী নারী কেলেঙ্কারিতে জড়িয়ে যান। প্রায় সময়ই তার স্বামী মেয়েদের বাসায় নিয়ে এসে তাকে মারধর করেন। সেই সঙ্গে একাধিক বিয়ে, স্ত্রীর পূর্ণ মর্যাদা, ভরণপোষণ ও খোঁজখবরও নেন না বলে জানান তিনি।

অন্যদিকে একই সঙ্গে অনশনে বসা মুন্সীগঞ্জের আবদুল গণির মেয়ে মাসুমা নিজেকে আওয়ামী লীগ নেতা বাদলের তৃতীয় স্ত্রী দাবি করে কাছে অভিযোগ করেন, প্রথম স্বামী মারা যাওয়ার পর ২০২০ সালে বাদলের সঙ্গে গোপনে তার বিয়ে হয়। বিয়ের পর কখনো বাদল তাকে নিজের বাড়িতে নেননি। তার বাসায় বাদলের যাওয়া-আসা ছিল। অনেক দিন খোঁজখবর নেন না। তাই তিনি স্ত্রীর পূর্ণ মর্যাদা ও ভরণপোষণের দাবিতে বাদলের বাড়িতে অনশনে এসেছেন।

অভিযোগের বিষয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বদরুল হক বাদল বলেন, মাসুমা আমার স্ত্রী নয়। ধর্ম বোন। বকুলের সঙ্গে ঝামেলা হওয়ায় সে মাসুমাকে ঢাকা থেকে এনে এগুলো করিয়েছে। সমস্যার সমাধান হয়েছে। তারা এখন পটুয়াখালীর বাসায় আছেন। ঢাকা চলে যাবেন।

তবে দশমিনা থানা পুলিশের ওসি মো. মেহেদী হাসান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বুধবার ৮৭ উপজেলায় ভোট,২২ উপজেলা নির্বাচন স্থগিত
বৃহস্পতিবার ঝড়কবলিত পটুয়াখালী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৬০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন পিরোজপুর
ঘূর্ণিঝড় রিমাল: ভোলায় ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৩
ঘূর্ণিঝড় রিমালঃ বরগুনায় ১২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com