Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে শিশু শিক্ষার্থী পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
২২ June ২০২৩ Thursday ৭:৪১:২৪ PM
বাউফলে শিশু শিক্ষার্থী পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক মাদ্রাসার শিক্ষক আরেক মাদ্রাসায় ঢুকে ওই মাদ্রাসার মো. হাসান (১২) নামে এক শিশু শিক্ষার্থীকে মারধর করে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই শিশু শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত শিশু শিক্ষার্থীর বাবা মো. মফিজ গাজী ওই শিক্ষকের নামে বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বশার বলেন,‘এ বিষয়ে বুধবার রাতে লিখিত অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন তদন্তে যাব এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্রে জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে বাইতুন হিকমাহ মডেল মাদ্রাসার হেফ্ধসঢ়;জ শ্রেণির ছাত্র হাসানের সঙ্গে বুধবার সকালে পাশের ছোট ডালিমা গ্রামের সেরাজ বিশ্বাস লাইজু বেগম নূরানী ক্যাডেট মাদ্রাসার নূরানী শ্রেণির ছাত্র মো. জাকারিয়ার (৭) মধ্যে হাতা-হাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেল চারটার দিকে সেরাজ বিশ্বাস লাইজু বেগম নূরানী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মো. আলী আকবর (৪০) বাইতুন হিকমাহ মডেল মাদ্রাসায় ঢুকে হাসানকে এলোপাতাড়ি চড়-থাপ্পর মেরে আহত করে। এতে হাসানের কান দিয়ে রক্ত পড়ে। তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাইতুন হিকমাহ মডেল মাদ্রাসার শিক্ষক মো. মোজাহিদুল ইসলাম বলেন,‘ঘটনার সময় তিনি শৌচাগারে ছিলেন। ডাক-চিৎকার শুনতে পান। পরে দেখতে পান হাসান কাঁদছে, আর আলী আকবর বেড়িয়ে যাচ্ছেন।’ আহত শিশু হাসানের বাবা মো. মফিজ গাজী বলেন,‘তার ছেলের অপরাধ থাকতে পারে, তাই বলে আরেক মাদ্রাসার শিক্ষক সন্ত্রাসী কায়দায় তার ছেলেকে মেরে রক্ত ঝড়াবে, এটা কেমন বিচার? এ কারণে তিনি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে আলী আকবরের ফোনে অসংখ্যবার ফোন করলে তিনি ধরেননি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার