পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বিষধর সাপের ছোবলে আয়শা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই) দুপুরে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লালখা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আয়শা ওই এলাকার মালেক পাহলানের মেয়ে এবং তিনি একই এলাকার হাবিব গাজীর ছেলে মোখলেসুর রহমানের স্ত্রী।
নিহতের দেবর আরিফ হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে আয়শা তার স্বামীর জন্য ভাতের পাতিল থেকে ভাত নেওয়ার সময় গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে ছোবল দেয়। সে সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। টের পেয়ে পরিবারের লোকজন আয়শাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুমকী থানার ওসি আবুল বাশার জানান, ওই গৃহবধূর মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার