Current Bangladesh Time
Sunday September ১৫, ২০২৪ ৬:১৪ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » সংলাপ সম্ভব নয়, ডোনাল্ড লু’র চিঠির জবাবে আওয়ামী লীগ
১৭ November ২০২৩ Friday ৯:৪৯:৪৯ PM
Print this E-mail this

সংলাপ সম্ভব নয়, ডোনাল্ড লু’র চিঠির জবাবে আওয়ামী লীগ


অনলাইন নিউজ ডেস্ক:

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ। সময় স্বল্পতার কারণে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসা বর্তমানে সম্ভব নয় বলে প্রতি উত্তরের চিঠিতে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের মার্কিন হাইকমিশনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

চিঠিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনার (ডোনাল্ড লু), রাষ্ট্রদূত পিটার হাস ও ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতি ১২ নভেম্বরের চিঠির জন্য কৃতজ্ঞতা জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে আন্তর্জাতিক বন্ধুদের সাহায্য ও সহায়তার জন্য সাধুবাদ জানাই।

‘শুরুতেই আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য সর্বস্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই। জনগণের ভোট দেয়ার অধিকারকে একটি পবিত্র অধিকার বলে মনে করে আওয়ামী লীগ। সেই অধিকার রক্ষায় নিরলস সংগ্রাম ও আত্মত্যাগের দীর্ঘ ও বর্ণাঢ্য ত্যাগের ইতিহাস রয়েছে আওয়ামী লীগের। নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে সংবিধান স্বীকৃত একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠামোগত, আর্থিক, মানবসম্পদ ও আইনি উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড, স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আইন প্রণয়ন উল্লেখযোগ্য।’

‘আপনারা অবগত আছেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর এবং ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ অনেকদিন ধরেই অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নিঃশর্ত সংলাপের দরজা খোলা রেখেছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই জাতীয় সংলাপের পূর্বশর্ত হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে অনড় থাকায় এ জাতীয় সংলাপ বাস্তবায়িত হয়নি।’

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো তাদের সমমনা মিত্ররা সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ এবং এই ধরনের অবরোধ কার্যকর করার উপায় হিসাবে অগ্নিসংযোগের মতো জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি পালন করছে।

আগুন সন্ত্রাসের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের মতে, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অবরোধের সমর্থনে মোট ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। চলমান অবরোধ এবং এ ধরনের কর্মসূচির মধ্যেও আওয়ামী লীগ যদি বিএনপি ও অন্যদের সঙ্গে আলোচনায় বসে, তবুও কোনো অর্থবহ সংলাপ আশা করা যায় না।

‘উপরন্তু, আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী কাজগুলো চূড়ান্ত করতে সমস্ত সময় দিতে হবে, যার মধ্যে রয়েছে ৩০০টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের পর্যালোচনা এবং চূড়ান্ত করা, তাদের ইশতেহার তৈরি করা, প্রচারণার কৌশল চূড়ান্ত করা, ভোটারদের কাছে প্রচারণা ইত্যাদি। এর অর্থ হলো, সংলাপের জন্য সমস্ত শর্ত অনুকূল হলেও, বাস্তবে একটি অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় নেই।’

চিঠিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সকল আন্তর্জাতিক বন্ধুদের সাথে অংশীদারিত্বকে গুরুত্ব দেয় এবং আশা করে যে, তারা একটি শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন।

এর আগে গত সোমবার বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের আহবান জানায় যুক্তরাষ্ট্র।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ন্যূনতম ২ বছর হওয়া উচিত, মত সম্পাদকদের
সালমান এফ রহমান ও আনিসুল হক আটক 
আয়-ব্যয়ের হিসাব, ২৩ দল পাচ্ছে বাড়তি সময়
প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com