পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে হাত-পা বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোটডালিমা গ্রামের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মৃত গনি রাড়ীর দুই ছেলে সুলতান রাড়ী ও রত্তন রাড়ী, এই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-মীমাংসায় বসা হলেও সালিশে কোনো সমাধান দিতে পারেননি। ঘটনার দিন সকালে রত্তন রাড়ী তার ভাগের জায়গায় সুপারিগাছ লাগাতে গেলে তাকে সুলতান রাড়ী ও তার স্ত্রী এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করতে গেলে সুলতান রাড়ী, তার স্ত্রী আমেনা বেগম, ছেলে চুন্নু রাড়ী, সালাম রাড়ী, ছেলের বউ হ্যাপি বেগম ও ইমন এরা সবাই মিলে তাদের মারধর করেন।
এক পর্যায়ে তারা রত্তন রাড়ীর স্ত্রী কহিনুর বেগমকে টেনে-হেঁচড়ে ঘরে নিয়ে গামছা দিয়ে খাটের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। ভুক্তভোগী ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে সুলতান রাড়ী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলা দেবে বলে হুমকি দেন। উপায়ন্তর না পেয়ে তারা পুলিশকে খবর দেন। প্রায় দুই ঘণ্টা পরে পুলিশ এসে গামছা দিয়ে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন।
প্রতক্ষদর্শী সাহিনুর বেগম বলেন, চুন্নু রাড়ী এসে আমার চাচিকে (রত্তন রাড়ীর স্ত্রী) লাঠি দিয়ে আঘাত করেন। এরপর তাকে চুল ধরে টেনে-হেঁচড়ে ঘরে নিয়ে আটকে মারধর করেন।
অভিযুক্ত সুলতান রাড়ী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা শুধু বেঁধে রেখেছি। কোনো মারধর করিনি। এতে যদি আমার জেল-ফাঁসি হয় হোক। নাতি ইমন বলেন, আমি কিছু করিনি আমার মা, চাচি ও দাদি মিলে তাকে বেঁধে রেখে মারধর করেন।
বাউফল থানার এএসআই সাইফুল ইসলাম বলেন, আমরা এসে তাকে হাত-পা বাঁধা অবস্থায় পেয়েছি এবং সুলতান রাড়ী তার ঘরে বন্দি করে রেখে অনেক মারধর করেছেন। আমি তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় বাউফল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনসার্স (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আমি ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ পার্বত্য শান্তিচুক্তির ২৬ তম বর্ষপূর্তি
বিশ্ব ইতিহাসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি একটি বিরল ঘটনা : প্রধানমন্ত্রী
পার্বত্য শান্তি চুক্তি শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত : রাষ্ট্রপতি
বরিশালে আ. লীগ প্রার্থীদের চেয়ে আলোচনার কেন্দ্রে দলের স্বতন্ত্ররা