Home » জাতীয় » জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু সোমবার
১৯ November ২০২৩ Sunday ১১:৩৬:৩৯ PM
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু সোমবার
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হতে আগ্রহীরা সোমবার (২০ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম বিতরণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এই চার দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি।
রবিবার (১৯ নভেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতিতে বিষয়টি জানানো হয়।
এবার ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।
এতে বলা হয়, ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি করা হবে। আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
আগামী ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
আগামী ২৮ নভেম্বর জাতীয় পার্টি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে।
এদিকে, মনোনয়নপত্র বিক্রির ঘোষণা দিলেও এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাতীয় পার্টি তাদের অবস্থান পরিস্কার করেনি। দলটি বলছে, কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে অবস্থান জানানো হবে।
তফসিল অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ০১-০৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ৭ জানুয়ারি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
জুনেই “ইউনুস হঠাও” আন্দোলন
“সাংবিধানিক পদগুলিতে সরাসরি দেশবিরোধী এবং রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের নিয়োগ দেশে পাকিস্তানী ভাবধারা ফিরিয়ে আনার চক্রান্ত”
অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতাকে হয়রানি করা হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চাকরিতে প্রবেশের বয়স: ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ করার সুপারিশ