Home » বরিশাল » বাবুগঞ্জ » দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বাবুগঞ্জের স্বপন
২০ November ২০২৩ Monday ৩:২০:১৮ PM
দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বাবুগঞ্জের স্বপন
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন। সোমবার (নভেম্বর ২০) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাবুগঞ্জ-মুলাদী) বরিশাল-৩ আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এর আগে ১৯ নভেম্বর সন্ধ্যায় সহাস্রাধিক নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহের জন্য লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে বাবুগঞ্জ ত্যাগ করেন এই কর্মীবান্ধব নেতা।
সোমবার সকালে ঢাকা সদরঘাট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ছবি সংবলিত ৫শতাধিক ব্যানার ফেস্টুন নিয়ে নৌকার মিছিলসহকারে বঙ্গবন্ধু এ্যাভিনিউর দলীয় কার্যালয়ে যান তারা। উৎসবমুখর পরিবেশে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে নেতাকর্মীদের সাথে ফটোসেশনে অংশ গ্রহন করেন মনোনয়ন প্রত্যাশী এসএম খালেদ হোসেন স্বপন।
এসময় তিনি বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। তিন টাইম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। আমি দলের ও নেতাকর্মীদের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছি। আমার নেতা দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশনায় রাজনৈতিক মাঠে সর্বদা এ্যাক্টিভ ছিলাম। বাবুগঞ্জ-মুলাদীর আওয়ামী নেতাকর্মীদের চাওয়ার প্রতিফলন ঘটাতে মনোনয়ন সংগ্রহ করেছি। এসএম খালেদ হোসেন স্বপন এর সাথে বাবুগঞ্জ-মুলাদীর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ২০ জন জনপ্রতিনিধি নিধি উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার