বামনা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বলইবুনিয়া এলাকা থেকে আজ ২০ নভেম্বর সোমবার রাত আনুমানিক পৌনে একটার দিকে দুর্ধর্ষ ডাকাত চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা শট গানসহ আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃত ডাকাত হলো ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার মহিশকান্দি গ্রামের মোঃ সেকান্দার আলীর পুত্র আব্দুল মালেক(৫২)। জানাযায়, পূর্ব বলইবুনিয়া গ্রামের হানিফ খতিবের ঘরে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করতে ঘরে উঠলে। ঘরের লোকজন টের পেয়ে ডাকচিৎকার করলে ডাকাত পালিয়ে যাওয়ার সময় বাড়ীর লোকজন পিছুনিয়ে মূলডাকাতকে অশ্রসহ ধরে ফেলে।
অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তারা ও পালিয়ে যাওয়ার সময় অস্র প্রদর্শন করে।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম জানান আটককৃত একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে কাঠালিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার