ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সমন্বয় সভা
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলপ) এর সহোযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মতিউর রহমান, উপজেলা সহকারি কমিশনার ভুমি সাঈদ মোঃ ইব্রাহীম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার,উপজেলা সমাজসেবা অফিসার মাশিদুল হক, ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ কামরুজ্জান,পত্তাশি ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার,বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন,সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিবাহ রেজি: কাজি গন।
অনুষ্ঠান স্বার্বিক তত্বাবধানে ছিলেন ব্রাক সেলপ অফিসার হাফিজা খানম।এসময় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবিন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদ কর্মিগন উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)