প্রচ্ছদ » কাউখালী, পিরোজপুর » কাউখালীতে নারীকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি গ্রেফতার
২০ নভেম্বর ২০২৩ সোমবার ৫:৫৬:২৭ অপরাহ্ন
কাউখালীতে নারীকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীর গোসনতারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নাজমুন্নাহার বেগম (৫২) নামের এক নারীকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামি ছগির হোসেনকে (৩২) নামে এক ব্যক্তিকে র্যাব গ্রেফতার করেছে।
জানা গেছে, রবিবার রাতে র্যাব-১ ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। ছগির হোসেন কাউখালীর গোসনতারা গ্রামের মৃত আব্দুর রশীদ হাওলাদারের ছেলে।
২০ নভেম্বর, সোমবার র্যাব কাউখালী থানায় আসামি ছগির হোসেনকে হস্তান্তর করে।
জানা গেছে, গত ৬ নভেম্বর কাউখালীর গোসনতারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাজমুন্নাহার বেগম (৫২) নামের এক নারীকে কুপিয়ে জখম করে। আহত নাজমুন্নাহার বেগম গোসনতারা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী। আহত ওই নারীকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তার অবস্থা আশংকাজনক হওয়া তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহত নাজমুন্নাহার বেগম ছগির হোসেনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধেগত ১১ নভেম্বর কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)