ভোলার দৌলতখানের মেঘনা নদীতে অবৈধ মশারি জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১২ জেলেকে আটক করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দৌলতখান উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করেন। এসময় ৩০ হাজার মিটার অবৈধ মশারি জাল ও ৪ টি নৌকা জব্দ করা হয়।
পরে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামানের ভ্রাম্যমান আদালতে ১২ জেলেকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত অবৈধ মশারি জাল ও ৫০০ পিস খুঁটি মেঘনার পাড়ে পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও অভিযানে জব্দকৃত ১৫০ কেজি মাছ বিভিন্ন মাদ্রাসায় ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)